নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশের পর সে তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে নিয়মিত ব্রাউজারের সার্চ ইতিহাস মুছে ফেলেন অনেকেই। তবে ক্রোম ব্রাউজারে সর্বনিম্ন এক ঘণ্টার সার্চ ফলাফল মুছে ফেলা যায়। ফলে সম্প্রতি সার্চ করা তথ্য মুছে ফেলার সময় স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ এক ঘণ্টার ইতিহাসও মুছে যায়। সমস্যা সমাধানে ‘কুইক ডিলিট’ সুবিধা চালু করছে ক্রোম ব্রাউজার।
গুগলের তথ্য মতে, ‘কুইক ডিলিট’ সুবিধা কাজে লাগিয়ে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলা যাবে। ফলে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসও দ্রুত মুছে ফেলার সুযোগ মিলবে। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের অ্যান্ড্রয়েড সংস্করণে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল।
বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ ফলাফল মুছে ফেলা যায়। ‘কুইক ডিলিট’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলতে পারবেন। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না ব্যবহারকারীদের। বর্তমানে চালু থাকা পদ্ধতি কাজে লাগিয়েই সংক্ষিপ্ত সময়ের সার্চ ইতিহাস মুছে ফেলা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া