Home Technology জিমেইলে এক ভাষায় লেখা ই-মেইল অন্য ভাষায় পড়া যাবে

জিমেইলে এক ভাষায় লেখা ই-মেইল অন্য ভাষায় পড়া যাবে

0
172

ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে ভিন্ন ভাষায় পাঠানো ই–মেইল পড়ার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে জিমেইল অ্যাপে অনুবাদের সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সুবিধা ব্যবহার করে সহজেই ভিন্ন ভাষায় লেখা ই–মেইল বার্তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে।

এক ব্লগবার্তায় গুগল জানিয়েছে, ‘জিমেইল অ্যাপে ভাষা অনুবাদের সুবিধা যোগ করার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এর ফলে খুব সহজেই অনেক ভাষায় যোগাযোগ করা সম্ভব হবে। এ মাসের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চলা ফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে।’

গুগলের তথ্যমতে, ভাষা অনুবাদের এ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে জিমেইল অ্যাপে ব্যবহার করা যাবে। এর ফলে ভিন্ন ভাষায় কোনো ই–মেইল এলে একটি ব্যানার দেখাবে জিমেইল। যেখানে ই–মেইল সেটিংসের নির্ধারিত ভাষা বা নিজস্ব ভাষায় অনুবাদের নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা অনুসরণের পর ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই ই–মেইলের ভাষা পরিবর্তন হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংস থেকে স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধা বন্ধ করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here