samsung 5G

ধামাকা 5G ফোন নিয়ে আসছে Samsung

দীর্ঘদিন ধরেই মোবাইলের বাজার একচেটিয়া ধরে রেখেছে স্যামসাং। যেমন লুক, তেমনই ফিচার। সব দিক থেকেই একের পর এক কামাল করা ফোন বাজারে এনেছে সংস্থাটি। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই ফের আরও একটি ধামাকা ফোন নিয়ে হাজির হল স্যামসাং। কিছু দিন আগেই ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের হাইফাই গ্যালাক্সি S23 সিরিজ। ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, গ্যালাক্সি S23 প্লাস এবং গ্যালাক্সি S23 আলট্রা। ফ্ল্যাগশিপ S23-র পর এবার মিডরেঞ্জের A সিরিজ লাইনআপ নিয়ে ভারতে আসতে চলেছে কোরিয়ান এই সংস্থাটি। যতদূর জানা যাচ্ছে, আগামী 16 মার্চ গ্লোবালি লঞ্চ হতে চলেছে নতুন এই সিরিজের ফোনটি। ওই দিন দুপুর 12টা নাগাদ লঞ্চ হতে চলেছে ফোনটি।
ইতিমধ্যেই দেশের বহু জায়গায় এসে গিয়েছে 5G। খুব শিগগিরই দেশের প্রতিটি প্রান্তে 5G পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারটেল আর জিও-র মতো টেলকো সংস্থা। স্বাভাবিক ভাবেই বাড়ছে 5G ফোনের চাহিদা। ইতিমধ্যেই একগুচ্ছ 5G ফোন এসে গিয়েছে ভারতে। এ মাসেই একাধিক সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের 5G ফোন। এরই মধ্যে আরও একটি দুর্ধর্ষ ফোন বাজারে নিয়ে আসতে চলেছে স্যামসাং।
হাইফাই ফ্ল্যাগশিপ ফোন যেমন রয়েছে, তেমনই স্যামসাংয়ের রয়েছে একাধিক বাজেট। গ্যালাক্সি A54 মডেলটি বাজেট ফোন না হলেও মাঝারি রেঞ্জে আসতে চলেছে ফোনটি। ভারতে মোটামুটি 40,000 টাকার মধ্যে দাম থাকতে চলেছে ফোনটির। 2022 সালেই স্যামসাং এনেছিল তাদের A53 মডেল। তারই পরবর্তী এডিশন হিসেবে আসতে চলেছে A54 মডেলটি।
স্যামসাংয়ের এই নতুন 5G ফোনটি আসতে চলেছে একাধিক কালারে। দুর্ধর্ষ প্রো-গ্রেড ক্যামেরা ফিচারের সঙ্গে আসছে ফোনটি। থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সিঙ্গেল টেক এবং ওআইএস সাপোর্ট ছাড়াও থাকছে নাইটোগ্রাফি সাপোর্ট। পাশাপাশি ভার্চুয়ালি ল্যাগ ফ্রি 5G এক্সপিরিয়েন্সের সঙ্গ আসছে গ্যালাক্সি A54 মডেলটি। পাশাপাশি দুর্ধর্ষ চার্জিং ফিচারের সঙ্গে আসতে চলেছে স্যামসাংয়ের এই নতুন ফোনটি। তার সঙ্গে থাকছে দুর্দান্ত গেমিং সাপোর্ট।
কী ধরনের প্রসেসর ব্যবহার হতে চলেছে নতুন এই ফোনে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ডিসপ্লে বা স্টোরেজ সম্পর্কেও স্পষ্ট নয়। বাকি ফিচার্স জানতে 16 মার্চ অবধি অপেক্ষা করতে হবে ভক্তদের। তবে A54-এর পাশাপাশি A সিরিজের আরও একটি ফোন আনতে চলেছে স্যামসাং। যতদূর জানা যাচ্ছে, আগামী 15 মার্চ লঞ্চ করতে চলেছে A34 মডেলটি।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here