টেকনো ফ্যান্টম এক্স২: মিড রেঞ্জের স্মার্টফোন
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

টেকনো ফ্যান্টম এক্স২: মিড রেঞ্জের স্মার্টফোন

সাশ্রয়ী দামে যারা মিড রেঞ্জের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ হতে পারে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি মডেল। দামে মধ্যম মানের হলেও ডিজাইনে দুর্দান্ত। ক্যামেরা ফিচারও অনবদ্য।

টেকনোকে বলা হয় মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন ব্র্যান্ড। যদিও এই ব্র্যান্ড এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ফোনও তৈরি করে। টেকনো ফ্যান্টম এক্স২ মডেলকে নির্মাতা প্রতিষ্ঠান ফ্ল্যাগশিপ ফোন বলছে। কিন্তু কনফিগারেশন দেখলে বোঝাই যায় এটি মিড রেঞ্জের ফোন।

ইউনিক কার্ভড ডিসপ্লে দিয়ে ইতিমধ্যেই চোখ টেনেছে টেকনোর এই নতুন মডেলটি। তার উপর রিয়ার ক্যামেরার ডিজাইনও অন্য ফোনেদের বলে বলে দশ গোল দেবে। অর্থাৎ পাশ দিয়ে হেঁটে গেল ফোনটি একবার হাতে নিয়ে দেখতে ইচ্ছে করবে না এমন লোক নেই বলেই দাবি টেকনোর।

মুনলিট সিলভার স্টারবাস্ট গ্রে-এই দুইটি রঙের ভেরিফিকেশনে মিলছে ফোনটি। সিলভার কালার ভেরিয়েন্টের গ্লোসি ও শাইনি লুক চোখ টানবেই টানবে। ডান সাইডে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে।

ফ্যান্টম এক্স২ ৫জি মডেলে রয়েছে ২৪০০×১০৮০ পিক্সেল রেজুলেশনের ৬.৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

টাচ স্যামপ্লিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্জ পর্যন্ত। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম। সব মিলিয়ে ইউজারকে দারুণ অভিজ্ঞতা দেবে টেকনোর ফ্যান্টম এক্স২ স্মার্টফোনটি।

মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০০ মডেলের প্রসেসর ব্যবহৃত হয়েছে ফোনটিতে। এতে ৪ এনএম ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি হয়েছে চিপসেটটি। রয়েছে অক্টাকোর প্রসেস, যার ক্লক স্পিড ৩.০ হার্জ।

রয়েছে ৮জিবি র‌্যাম ও ২৫৬ জিবি বিল্টইন মেমোরি। ফোনটি অ্যানড্রয়েড ১২ ভার্সনে বাজারে এলোও পরে অ্যানড্রয়েড ১৩ ভার্সনে আপডেট করে নেওয়া যাবে।

ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ১৩ এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

টেকনোর এই ফোনে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। টেকনো দাবি করছে এই ফোন মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

ভারতে টেকনো ফ্যান্টম এক্স২ মডেলের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ভার্সনের দাম ৩৯ হাজার ৯৯০ রুপি।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here