lg

দেশের প্রযুক্তি বাজারে এলো সাশ্রয়ী মূল্যের গেমিং মনিটর এলজি আলট্রাগিয়ার ২৪জিএন৬৫০-বি । গেমিং ফোকাসড ফিচারসমৃদ্ধ আলট্রাগিয়ার সিরিজের মনিটরগুলোতে আগের চেয়ে আরো উন্নত গেমিং এক্সপেরিয়েন্স মিলবে বলে জানিয়েছে, বাংলাদেশে এলজি মনিটরের একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

বলা হচ্ছে, এলজি ২৪জিএন৬৫০-বি এমনই একটি গেমিং ফিচার হেভি মনিটর। মনিটরটির অন্যান্য স্পেশাল ফিচারগুলোর মধ্যে আছে- ফ্লিকার সেফ টেকনোলজি, স্মার্ট এনার্জি সেভিং, কালার ক্যালিব্রেশন এবং মোশান ব্লুর রিডাকশন টেকনোলজি।

স্পেসিফিকেশান অনুযায়ী, এই মনিটরের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং রেসপন্স রেট IPS 1ms (GtG)। আর এই আলট্রা ফাস্ট স্পীড গেমারদের দিবে পরবর্তী ফ্রেম এবং ইমেজটি দ্রুত ও স্মুথভাবে দেখার সুবিধা। এখন অপনেন্ট দেখার সাথে সাথেই প্রতিক্রিয়া এবং নিশানা হবে সহজ এবং ফাস্ট।

মনিটরটির প্যানেল আইপিএস টেকনোলজির এবং রিফ্লেকশন মিনিমাইজ এর জন্য আছে অ্যান্টি-গ্লেয়ার টেকনোলজি।

ফুল এইচডি (১৯২০x১০৮০) রেজোলিউশানের মনিটরটির একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এর কালার গ্যামুত এবং এইচডিআর (High Dynamic Range) । এসআরজিবি ৯৯% এর কালার গ্যামুত এবং এইচডিআর ১০ গেমিং ছাড়াও কন্টেন্ট ক্রিয়েশনেও ইউজারদের দিবে সুবিধা।

হাই রেজোলিউশান এর গেমারদের Seamless এবং Fluid মুভমেন্ট দিতে মনিটরটিতে আছে AMD FreeSync প্রিমিয়াম টেকনোলজি।

ডিজাইন এবং ডিসপ্লে পজিশনের দিক থেকেও মনিটরটি অনন্য। কম্ফোরটেবল গেমিং এর জন্য মনিটরটিতে আছে স্ট্যান্ড ব্যবহার করে Tilt/Height/Pivot অরিয়েন্টেশন করার সুবিধা। আছে ২ টি এইচডিএমআই পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট সহ সর্বমোট ৩ টি ইনপুট সিস্টেম এবং সাউন্ড আউটপুট এর জন্য হেডফোন আউট পোর্ট।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here