xiaomi
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

স্মার্টফোনে কেনার ক্ষেত্রে এখনকার তরুণরা সবার আগে দেখে ক্যামেরার কনফিগারেশন। ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ক্রেতাদের চাহিদা বোঝে। তাইতো নতুন ফোনগুলোতে ক্যামেরার প্রতি বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাজারে এসেছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন। তার সঙ্গে থাকছে দুর্ধর্ষ সব ফিচার এবং ক্যামেরা মোড। সম্প্রতি বাজারে আসা কোন কোন ফোন ক্যামেরার দিক থেকে সেরার সেরা? কোন মডেলের ফোনগুলোতে উঠবে সবচেয়ে ভালো ছবি? যা হার মানাবে ডিএসএলআরকেও। আসুন, জেনে নেওয়া যাক ২০২৩ সালের সেরা ক্যামেরার কয়েকটি ফোন সম্পর্কে।

শাওমি ১৩ প্রো
চীনের শাওমির ফ্ল্যাগশিপ ফোন ১৩ প্রো। যা সম্প্রতি বাজারে এসেছে। এই মডেলটিতে লেইকার ক্যামেরা লেন্স ব্যবহৃত হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি, যেখানে থাকছে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। একগুচ্ছ ক্যামেরা মোডের সঙ্গেই থাকছে ৩২ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ক্যামেরা। যা দিয়ে উঠবে হাইফাই ক্যামেরার চেয়ে অনেক গুণ বেশি ভালো ছবি।

সনি এক্সপিরিয়া প্রো-আই
​মোবাইল ফটোগ্রাফি যদি আপনার নেশা বা পেশা হয়, তাহলে সনি এক্সপিরিয়া প্রো-আই হতে চলেছে আপনার সেরা চয়েজ। ক্যামেরার দিক থেকে সনির ফোন অনেক ভালো। ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি। তার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যার দৌলতে উঠবে দুর্ধর্ষ ছবি। তার সঙ্গে থাকছে একগুচ্ছ ফিল্টার ও পিকচার মোড। হাই রেজুলেশন ভিডিও ফিচারও থাকছে ফোনটিতে।

অ্য়াপল আইফোন ১৪ প্রো
লুক হোক বা ফিচার, আইফোনকে টেক্কা দেওয়া এই বাজারে কঠিন। ক্যামেরার দিক থেকেও সবচেয়ে উপরে আইফোনই। আর তা যদি লেটেস্ট ভার্সন হয়, তাহলে তো কথাই নেই। আইফোন ১৪ প্রো এসেছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের সঙ্গে। যা দিয়ে উঠবে দুর্দান্ত ঝকঝকে ছবি। বাদ পড়বে না খুদে খুদে ডিটেইলসও। মিলবে ন্যাচারাল কালার। ওয়াইড অ্যাঙ্গল লেন্সেও মিলবে দুর্দান্ত ছবি। নাইট ফটোও উঠবে ঝকাঝক। থ্রিএক্স জুমের সঙ্গে এসেছে আইফোন ১৪ প্রো ফোনটি। ভিডিওর দিক থেকে ঝাঁ চকচকে আইফোন ক্যামেরা। রক সলিড ইমেজ সলিউশন, ফোকে রেজুলেশন এবং অ্যাপল প্রোরেস সাপোর্টের সঙ্গে এসেছে ফোনটি।

গুগল পিক্সেল ৭ প্রো
স্টক অ্যানড্রয়েডের সঙ্গে যদি দুর্ধর্ষ ছবি চান, তাহলে বেছে নিতে পারেন গুগল পিক্সেল ৭ প্রো ফোনটিও। স্লিক ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি দুর্দান্ত সফটওয়্যারের সঙ্গে এসেছে ফোনটি। তবে ক্যামেরার দিক থেকেও কোনও মতে কম যায় না এই ফোনটিও। সুপার্ব ডায়নমিক রেঞ্জ এবং ভাইব্রেন্ট কালারের সঙ্গে গুগল পিক্সেল ৭ প্রোতে থাকছে ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট। যা আইফোনের থেকেও ঢের বেশি। তার সঙ্গে থাকছে আইফোনের মতোই দুর্দান্ত নাইট মোড। প্রো-দের জন্য তো বটেই, সবে সবে যারা মোবাইল ফটোগ্রাফিতে হাত পাকিয়েছেন, তাদের জন্যেও দুর্দান্ত এই মোবাইলটি।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা
ক্যামেরার জন্য বরাবরই নামডাক রয়েছে কোরিয়ান এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের। সম্প্রতি বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি। ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল করে দুইটি টেলিফটো লেন্সের সঙ্গে এসেছে স্যামসাংয়ের এই ফোনটি। তার সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর-যুক্ত এই ফোনে রয়েছে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা, যা এস২২ মডেলের চেয়েও দেবে বেটার পারফর্মেন্স। জায়েন্ট স্ক্রিনের সঙ্গে আসছে দুর্ধর্ষ ক্যামেরাযুক্ত ফোনটি, যা আপনাকে হতাশ করবে না মোটেই।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here