ডেডপুল তারকা রায়ান রেনল্ডস মিন্ট মোবাইল কিনেছে মাত্র সাড়ে তিন বছর হলো। কোম্পানিটি কেনার পরপরই তিনি সেটি মুখপাত্র হয়ে উঠেন। তবে এবার নতুন মালিকানায় যাচ্ছে মিন্ট মোবাইল। প্রায় ১.৩৫ বিলিয়ন ডলারে মিন্ট মোবাইলের মালিকানা প্রতিষ্ঠান কা’য়েনাকে কিনে নিচ্ছে টি-মোবাইল। খবর এনগ্যাজেট।
স্টক এবং নগদ অর্থের বিনিময়ে এই অধিগ্রহণ চুক্তি হবে। যদিও চূড়ান্ত দরদার নির্ধারিত হবে চুক্তিটি সম্পন্ন হওয়ার আগে ও পরে একটা নির্দিষ্ট সময়ে কা’য়েনার পারফরমেন্সের উপর ভিত্তি করে। চলতি বছরের শেষের দিকে চুক্তিটি সম্পন্ন হতে পারে।
কা’য়েনা অবশ্য আরেক সেবাদাতা প্রতিষ্ঠান আল্ট্রা মোবাইলেরও মালিকানা প্রতিষ্ঠান, যেটি আন্তর্জাতিক কলিং ও হোলসেল কার্যক্রমের দিকে বেশি নজর দেয়।
কোম্পানি বিক্রি হলেও মিন্ট মুখপাত্র হিসেবেই থাকবেন রেনল্ডস।