hacker
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

ইউক্রেনে পরিচালিত রাশিয়ান আগ্রাসনের এক বছর পূর্ণ হবে সামনের সপ্তাহেই। সম্মুখযুদ্ধের পাশাপাশি সাইবার জগতেও দ্বিমুখী এ যুদ্ধ চলমান। এরই মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। অনুসন্ধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানতে পেরেছে, ইউক্রেনে নতুন করে সাইবার আক্রমণের পরিকল্পনা করছে রাশিয়ান হ্যাকাররা। খবর রয়টার্স।

সাইবার আক্রমণের মধ্যে র‍্যানসমওয়্যার থাকার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ইউক্রেনে বিভিন্ন জিনিস সরবরাহ করে তাদের ওপর এ হামলা হতে পারে। মাইক্রোসফটের সাইবার নিরাপত্তা গবেষণা ও বিশ্লেষণ দল এ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে যুদ্ধ চলাকালীন রাশিয়ান হ্যাকাররা কীভাবে কাজ করেছে এবং ভবিষ্যতে কী হবে সে বিষয়েও জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে মাইক্রোসফট রাশিয়ার সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। সেখানে দেখা যায়, ইউক্রেন ও এর সহযোগী দেশগুলোর বেসামরিক ও সামরিক তথ্য সংগ্রহে নজরদারি ও পর্যবেক্ষণ বাড়িয়েছে।
পশ্চিমের নিরাপত্তা কর্মকর্তাদের তথ্যানুযায়ী, পূর্ব ইউক্রেনে নতুন করে সেনা-সদস্য মোতায়েনের সময় সাইবার আক্রমণসংক্রান্ত এসব তথ্য পাওয়া গেছে। গত মাসে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সতর্ক করে জানান, ২৪ ফেব্রুয়ারি আক্রমণের বর্ষপূর্তি হিসেবে রাশিয়া হয়তো সামরিক কার্যক্রম বাড়াবে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও ওয়াশিংটনে থাকা রাশিয়ান দূতাবাস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, সেনা-সদস্য মোতায়েনের পাশাপাশি সাইবার আক্রমণের পরিকল্পনা রাশিয়ার কার্যক্রমকেই নির্দেশ করছে। মাইক্রোসফট দেখতে পায়, রাশিয়ার অন্যতম শক্তিশালী হ্যাকার দল স্যান্ডস্টর্ম অতিরিক্ত র‍্যানসমওয়্যারের মতো সক্ষমতার পরীক্ষা চালিয়েছে। মূলত ইউক্রেনের বাইরে থেকে যেসব প্রতিষ্ঠান দেশটিতে গ্যাস, বিদ্যুৎ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) অন্যান্য জিনিস সরবরাহ করে তাদের ওপর হামলা চালাতে এর ব্যবহার হবে।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি নয়টি ওয়াইপার ও দুই ধরনের র‍্যানসমওয়্যারের সন্ধান পাওয়া গেছে। যেগুলোর মাধ্যমে ইউক্রেনের ১০০টির বেশি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here