jio

এবার প্রাণ খুলে বলুন কথা। যত ইচ্ছা ব্যবহার করুন ডেটা। তার জন্য লাগবে একটি পয়সাও। বিশ্বাস হচ্ছে না তো? এবার আপনার জন্য এমনই জবরদস্ত প্ল্যান (Jio Postpaid Plans) আনল জিও।

একটা সময়ে মোবাইল প্ল্যানের দুনিয়ায় কার্যত বিপ্লব ঘটিয়ে ফেলেছিল রিল্যায়েন্স জিও। তার হাত ধরেই গ্রাহকদের কাছে অনেক বেশি সস্তা হয়েছিল মোবাইল প্ল্যান। স্বাভাবিক ভাবেই বাজার ধরতে একই রকম প্ল্যান আনতে বাধ্য হয়েছিল অন্য টেলকো সংস্থাগুলি। ডেটা প্ল্যান বা আনলিমিটেড কলের প্ল্যানগুলো অনেক বেশি সাধ্যের মধ্যে এসেছিল গ্রাহকদের
তবে ডেটা বা আনলিমিটেড কলিং প্ল্যান এখন অতীত। এবার নিখরচায় পান ডেটা থেকে শুরু করে কলিংয়ের সুবিধা। এবার এমনই প্ল্যান নিয়ে হাজির হল জিও। সম্প্রতি দুর্ধর্ষ দুটি প্ল্যান এনেছে জিও। আসুন, জেনে নেওয়া যাক সেই প্ল্যানগুলির ব্যাপারে বিস্তারিত।

জিও-র একগুচ্ছ পোস্টপেড প্ল্যান ( Jio Postpaid Plans)তো ছিলই। এবার আরও দুটি পোস্টপেড প্ল্যান এনেছে সংস্থাটি, যেখানে একটি সিকি কড়ি খরচ না করে গ্রাহকেরা পাবেন সমস্ত সুবিধা। জিও-র 399 টাকা ও 699 টাকার প্ল্যানে মিলছে এমনই সুবিধা। যে প্ল্যানগুলির আওতায় গ্রাহকেরা পেতে চলেছেন 1 মাসের ফ্রি ট্রায়াল। শুধু তাই নয়, প্ল্যানটি নেওয়ার পর যে কোনও সময় ইচ্ছামতো প্ল্যানটি বাতিল করার সুযোগও থাকছে গ্রাহকদের হাতে। না, তার জন্য কোনও জবাবদিহি করার প্রয়োজন হবে না।
জিও-র 399 টাকার প্ল্যানটিকে ফ্যামিলি প্ল্যান হিসেবেও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। মোট চারটি সিম ব্যবহার করা যাবে এই প্ল্যানের আওতায়। তবে 99 টাকা দিয়ে অতিরিক্ত সিমগুলি নিতে হবে গ্রাহকদের। সেক্ষেত্রে পড়বে মোট 696 টাকা। মাসিক ট্যারিফ 399 টাকা, তার সঙ্গে 99 x3= 297 টাকা দিতে হবে গ্রাহকগের। অর্থাৎ প্রতি মাসে সিম প্রতি 174 টাকা করে খরচ পড়ছে। আলাদা করে রিচার্জ করলে এত সস্তায় কিন্তু সারা মাসের প্ল্যান পাওয়া সহজ নয় মোটেই।

এবার তার সঙ্গে কী পাচ্ছেন দেখে নিন। জিওর তরফে জানানো হয়েছে, অ্যাক্টিভেশনের সময়ে অতিরিক্ত প্রতিটি সিমের সাপেক্ষে 5GB করে ডেটা পেতে চলেছেন ইউজার। 399 টাকার জিও প্লাস পোস্টপেড ইউজারেরা পাবেন প্রতি মাসে 75GB করে ডেটা। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কলিং ও মেসেজের সুবিধা। অন্যদিকে, যারা 699 পোস্টপেড প্ল্যানটি নেবেন, তাদের জন্য রয়েছে দুর্ধর্ষ সুবিধা। তারা পাচ্ছেন প্রতি মাসে 100GB করে ডেটা। আর আনলিমিটেড কল ও মেসেজিংয়ের সুবিধা তো রয়েইছে। না এখানেই শেষ নয়। এই প্ল্যানটির আওতায় আরও একগুচ্ছ সুবিধা দিচ্ছে জিও।
699 টাকার জিও প্লাস প্ল্যানের আওতায় গ্রাহকেরা পেয়ে যাবেন বিনামূল্যে আমাজন প্রাইম ও নেটফ্লিক্স মেম্বারশিপ। সবচেয়ে মজার ব্যাপার, এই প্ল্যানগুলির আওতায় আপনি ফ্যামিলি ইউজেজ ম্যানেজ করতে পারবেন অবলীলায়। করতে পারেন ডেটা ট্রান্সফারও। অর্থাৎ ওই প্ল্যানের আওতায় থাকা কোনও ফ্যামিলি মেম্বারের থেকে অতিরিক্ত ডেটা ব্যবহার করে ফেলতে পারবেন আপনি।
জিও প্লাস আগামী 22 মার্চ থেকে কিনতে পারবেন গ্রাহকেরা। জিও স্টোরে তো পাবেনই, তার সঙ্গে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও। পোস্টপেড ইউজারদের কথা ভেবেই নতুন এই জিও প্লাস প্ল্যান এনেছে জিও। ইতিমধ্যে 5G নিয়েও এসে গিয়েছে টেলকো সংস্থাটি। 331টি শহরে পৌঁছে গিয়েছে দ্রুততম নেটওয়ার্ক। কীভাবে জিও প্লাস পোস্টপেড প্ল্যান ভাবছেন তো? বাড়িতে বসেই অর্ডার করে ফেলতে পারেন জিও প্লাস সিম। কী ভাবে? দেখে নিন।

জিও প্লাসের যাত্রা শুরু করতে 70000 70000 এই নম্বরে মিসড কল দিন। রয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবাও।
আর সেখান থেকেই আপনি বুক করে ফেলতে পারেন আপনার পোস্টপেড সিম, যা পৌঁছে যাবে আপনার বাড়িতে।
মেইন সিমের সঙ্গে তিনটি অতিরিক্ত সিম নিতে ভুলবেন না যেন
সিম অ্যাক্টিভেশনের জন্য সিম প্রতি 99 টাকা করে দিতে হবে গ্রাহককে।
মাস্টার ফ্যামিলি সিম অ্যাক্টিভেট হয়ে গেলে মাই জিও অ্যাপের মাধ্যমে বাকি সিমগুলিতে লিঙ্ক করতে হবে।

Jio Prepaid Plan: নতুন Prepaid প্ল্যানে ধামাকা অফার Jio – র, 5G ডেটার সঙ্গে আর কী কী পাবেন দেখে নিন

মাই জিও অ্যাপ থেকেই ফ্রি ট্রায়াল প্ল্যান অ্যাক্টিভেট করতে পারেন। কী করবেন? দেখে নিন।
মাই জিও অ্যাপ খুলে প্রিপেড টু পোস্টপেড অপশনটি সিলেক্ট করুন।
এরপর ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে ফ্রি ট্রায়াল প্ল্যানের অপশনটি বেছে নিন।
সিকিওরিটি ডিপোজিটের অঙ্কটি পেমেন্ট করুন, আর পেয়ে যান একমাস সব সুবিধা একেবারে বিনামূল্যে।
তবে আর দেরী কীসের? আজই ঘরে বসে বুক করে ফেলুন জিও প্লাসের দুর্ধর্ষ সুবিধা, আর পেয়ে যান বিনামূল্যে সমস্ত পরিষেবা।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here