চালকবিহীন রোবো-ট্যাক্সি সেবা চালু করেছে চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট ‘বাইদু’। সেবাটির নাম দেয়া হয়েছে ‘এ্যাপোলো গো’। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, উহান শহরে বর্তমানে শতাধিক এ ধরনের স্বয়ংক্রিয় গাড়ি চালু রয়েছে। যাত্রীরা জানিয়েছেন, বাণিজ্যিক এ রোবো-ট্যাক্সি সহজ করেছে যাতায়াত। খবর বিবিসির।
গত বছর উহান এবং চংকিংয়ের মতো ব্যস্ত শহরে বাণিজ্যিকভাবে চালকবিহীন এ গাড়ি চালানোর অনুমতি পেয়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিরাপত্তা নিশ্চিতের জন্য এসব গাড়িতে ব্যবহার করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং সেন্সর।
বাইদুর প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ২০ লাখ ব্যবহারকারী স্বয়ংক্রিয় এ রাইড সেবা নিয়েছেন। এ গাড়িতে চলাচলের মাধ্যমে দ্রুত এবং সহজভাবে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে বলে জানিয়েছেন এর ব্যবহারকারীরা।
একজন ব্যবহারকারী বলেন, ‘প্রথমবার আমি প্রায় ১২ মিনিট ‘এ্যাপোলো গো’ রাইড ব্যবহার করি। শুরুতে আমার কিছুটা অস্বস্তি লাগছিল। পরে এটিকে নিরাপদ বলেই মনে হয়েছে। এরপর থেকেই আমি সবসময় এটি ব্যবহার করি।’
ইন্টারনেট সার্চ ইঞ্জিন থেকেই সিংহভাগ আয় করে বাইদু। তবে ব্যবসার বহুমুখীকরণের অংশ হিসেবে স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। বাইদুর এই চালকবিহীন রোবো-ট্যাক্সির মূল প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটরসের পোনি। মার্কিন প্রযুক্তি জায়ান্ট টেসলার তৈরি রোবো-টেক্সিও বাজারে আসবে আগামী বছরের মধ্যে। এ ছাড়া গুগলের সহপ্রতিষ্ঠান ওয়েমো তৈরি করছে স্বয়ংক্রিয় গাড়ি।