শক্তিশালী ব্যাটারি ও এআই ক্যামেরা রয়েছে এই ফোনে
বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। আইটেল পি৪০ মডেলের এই ফোনে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ফোনটির সামনে–পেছনে ৫, ১৩ ও ১৩ মেগা পিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা রয়েছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। এর দাম ধরা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ
১.৬ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরে চলা ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটিতে রয়েছে ৩ ও ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা। ৮.৭ মিলিমিটার পুরুত্বের ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়।
৬.৬ ইঞ্চি হাই ডেফিনেশন প্লাস (এইচডিপ্লাস) পর্দার ফোনটিতে নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের পাশাপাশি স্বচ্ছন্দে গেমও খেলা যায় ফোনটিতে।