নিরাপত্তাত্রুটি, দুই সপ্তাহের মধ্যে আবারও অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল
সাফারি ব্রাউজারের ওয়েবকিটে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ায় গত ২৮ মার্চ পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য ‘আইওএস ১৫.৭. ৪’ ও ‘আইওপ্যাডওএস ১৫.৭. ৪’ উন্মুক্ত করে অ্যাপল। কিন্তু নতুন সংস্করণটিতেও নিরাপত্তাত্রুটি থাকায় মাত্র দুই সপ্তাহের মধ্যে আবারও অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, সম্প্রতি উন্মুক্ত করা আইওএস ১৫.৭. ৪ ও আইওপ্যাডওএস ১৫.৭. ৪ সংস্করণে ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ত্রুটিটি কাজে লাগিয়ে দূর থেকেই আইফোন ও আইপ্যাডে থাকা সব তথ্য সংগ্রহ করতে পারত হ্যাকাররা। তাই পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য ‘আইওএস ১৫.৭. ৫’ ও ‘আইওপ্যাডওএস ১৫.৭. ৫’ উন্মুক্ত করা হয়েছে। দ্রুত হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, নিজেদের তৈরি সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে ত্রুটি শনাক্ত হলেই দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ বা হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ রিলিজের আগে যদি হ্যাকাররা ত্রুটি ব্যবহার করতে সক্ষম হয়, তখন সেটিকে জিরো ডে এক্সপ্লয়েট বলে।
অ্যাপল সচরাচর পুরোনো মডেলের আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করে না। তবে জিরো ডে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ায় তড়িঘড়ি করে পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য ‘আইওএস ১৫.৭. ৫’ ও ‘আইওপ্যাডওএস ১৫.৭. ৫’ উন্মুক্ত করেছে অ্যাপল।