প্লে স্টোরে থাকা ৩৮ গেমে অ্যাডওয়্যারের সন্ধান পেয়েছে ম্যাকাফি
স্মার্টফোনে গেম খেলেন অনেকেই। এ জন্য বেশির ভাগ গেমারই গুগল প্লে স্টোর থেকে নিয়মিত গেম নামিয়ে থাকেন। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে থাকা বিভিন্ন গেমের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ছড়িয়ে পড়েছে ‘হিডেন অ্যাডস’ নামের অ্যাডওয়্যার। এরই মধ্যে প্লে স্টোরে থাকা ৩৮টি গেমে এ ধরনের অ্যাডওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির একদল গবেষক।
ম্যাকাফির তথ্যমতে, জনপ্রিয় গেম মাইনক্রাফটের অনুকরণে তৈরি হওয়ায় অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ভুল করে অ্যাডওয়্যারযুক্ত গেমগুলো নামিয়ে থাকেন। আর তাই এরই মধ্যে ৩ কোটি ৫০ লাখের বেশিবার নামানো হয়েছে গেমগুলো। অ্যাডওয়্যারযুক্ত গেমগুলো নামানোর পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখায়। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের অজান্তেই ফোনে বিজ্ঞাপন চালু করে। ফলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি তা গরম হয়ে যায়।