নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি

সুজুকি মোটরসাইকেল ভারতে বাজারে নিয়ে এলো তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক সুজুকি হায়াবুসা। আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ইঞ্জিন ও আপডেটের সঙ্গে এসেছে বাইকটি। দুর্দান্ত লুকের বাইকটি অনেকগুলো রঙে এনেছে জাপানের টু-হুইলার নির্মাতা সংস্থা সুজুকি।

সুজুকি হায়াবুসা বাইকটিতে দেওয়া হয়েছে ১৩৪০ সিসি চার সিলিন্ডার শক্তিশালী লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৮৭ হর্স পাওয়ার এবং ১৫০ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশনবাইকের সাসপেনশন থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক রিয়ার। ব্রেকিং ডিউটির জন্য দেওয়া হয়েছে সামনের চাকায় ৪ পিস্টন টুইন ডিস্ক এবং পিছনে সিঙ্গেল পিস্টন সিঙ্গেল ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এছাড়াও স্পোর্টস বাইকটিতে পাবেন এলইডি হেডলাইট, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্টি হুইলই কন্ট্রোল, ৩ পাওয়ার মোডের কুইক শিফটার, টিএফটি এলসিডি ডিসপ্লে, কর্নারিং এবিএস, ক্রুজ কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো ফিচার্স।

মেটালিক থান্ডার গ্রের সঙ্গে ক্যান্ডি ডেয়ারিং রেড এবং মেটালিক ব্ল্যাক নং ২-এর সঙ্গে গ্লাস স্পার্কেল ব্ল্যাক এবং পার্ল ভাইগর ব্লুর সঙ্গে পার্ল হোয়াইট-এই রঙে বেছে নিতে পারবেন বাইকটি। যা এর লুক আরও বেশি আকর্ষণীয় করেছে। ২০২৩ সুজুকি হায়াবুসার দাম ভারতীয় বাজারে ১৬ লাখ ৯০ হাজার টাকা (এক্স-শোরুম)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ লাখ ৬৩ হাজার টাকা।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here