গুগল স্লাইডস প্রেজেন্টেশনে অডিও যুক্ত করবেন যেভাবে
পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে অনেকেই গুগল স্লাইডসের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন। অনলাইনে ব্যবহারের সুযোগ থাকায় যেকোনো জায়গা থেকেই গুগল স্লাইডসের মাধ্যমে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। গুগল স্লাইডস দিয়ে তৈরি প্রেজেন্টেশনে চাইলেই গান বা অডিও যুক্ত করা যায়। গুগল স্লাইডসে অডিও যুক্তের পদ্ধতি দেখে নেওয়া যাক.
গুগল স্লাইডসে অডিও যুক্ত করার জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর কাঙ্ক্ষিত অডিও ক্লিপ নির্বাচন করে এমপিথ্রি বা ডব্লিউএভি ফরম্যাটে গুগল ড্রাইভে রাখতে হবে। এবার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল স্লাইডসে প্রবেশ করে নির্দিষ্ট স্লাইড চালুর পর ওপরের দিকে থাকা ইনসার্ট অপশন থেকে অডিও নির্বাচন করতে হবে। গুগল ড্রাইভের একটি পেজ চালু হবে। সেখান থেকে নির্দিষ্ট অডিও ফাইলটি নির্বাচন করে স্লাইডসে যুক্ত করতে হবে। এবার স্লাইডসে অডিও ফাইলটির ছোট আইকন এবং একটি ভিডিও প্লেয়ার দেখা যাবে। অডিও স্বয়ংক্রিয়ভাবে না ক্লিক করার পর চালু হবে, তা ফরম্যাট মেনুতে নির্ধারণ করে দিতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ