মেটাও আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সব টেক জায়েন্টই প্রবেশ করছে। সে দৌড়ে যোগ দিয়েছে মেটাও। সম্প্রতি এক ব্লগ পোস্টে তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার নাম প্রকাশ করেছে। মেটার এই কৃত্রিম বুদ্ধিমত্তার নাম সেগমেন্ট এনিথিং মডেল (স্যাম)। তারা জানিয়েছে, স্যাম যেকোনো ছবি থেকে সহজেই একজন ব্যক্তিকে আলাদা শনাক্ত করতে পারবে। তাছাড়া আপনি এখন শব্দ লিখলে সে শব্দের অনুপাতেই স্যাম আপনাকে ছবি দেবে।
মনে করুন, আপনি মেসেঞ্জারে লিখলেন ‘বিড়াল’। স্যাম ঐ শব্দটির সঙ্গে মিলিয়ে বিড়ালের ছবি বা স্টিকার এনে দেবে। এছাড়াও ছবি থেকে কোনো বস্তু সিলেক্ট করে টেক্সট বা তার নামও বের করে দিতে পারবে স্যাম। নতুন এই ফিচার যুক্ত হলে মেটা ব্যবহারকারীদের অভিজ্ঞতাও আরও ভালো হবে।