পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
পুরোনো সংস্করণের আইওএস–সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে নিজেদের প্রযুক্তিসুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করেছে অ্যাপল। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরোনো আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ অ্যাপলের বিভিন্ন প্রযুক্তিসুবিধা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন অ্যাপলের প্রযুক্তিবিষয়ক তথ্য ফাঁস করে খ্যাতি পাওয়া স্টেলাফাজ।স্টেলাফার্জের তথ্য অনুযায়ী, আইওএস ১১ থেকে আইওএস ১১.২. ৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না। তবে আইক্লাউড ব্যবহারের সুযোগ মিলবে। পুরোনো আইওএসের পাশাপাশি ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা যন্ত্রগুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যাবে না।