আইফোনে স্বয়ংআইফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে হালনাগাদ আইওএসক্রিয়ভাবে ইনস্টল হবে হালনাগাদ আইওএস
ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করে অ্যাপল। কিন্তু অনেক আইফোন ব্যবহারকারীই সুযোগ থাকা সত্ত্বেও হালনাগাদ আইওএস ইনস্টল করেন না। ফলে আইফোনে সাইবার হামলার আশঙ্কা থেকে যায়। আর তাই হালনাগাদ আইওএস উন্মুক্তের পরপরই স্বয়ংক্রিয়ভাবে আইফোন ইনস্টল করে দেবে অ্যাপল।নতুন সংস্করণ উন্মুক্তের পরপরই ব্যবহারকারীদের হালনাগাদ আইওএস ব্যবহারের অনুরোধ করে থাকে অ্যাপল। বার্তাও পাঠায়। কিন্তু অনেকেই অ্যাপলের অনুরোধে সাড়া দেন না। আর তাই আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।