Home Technology মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের আগেই তার ইঙ্গিত দেয় ফোন?

মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের আগেই তার ইঙ্গিত দেয় ফোন?

0
212


মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের আগেই তার ইঙ্গিত দেয় ফোন?

নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যে জিনিসগুলি নাম মাথায় আসে, তার মধ্যে মোবাইল ফোন অন্যতম। ফোন ছাড়া এক মুহূর্ত কাটানোই প্রায় অসম্ভব। কিন্তু মাঝে মধ্যেই ফোনের ব্যাটারি ফেটে আহত হওয়ার এমন অনেক খবরই পাওয়া যায়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে অনেকের।

প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময়ই লিথিয়াম ব্যাটারি ফেটে যেতে পারে। এছাড়া অতিরিক্ত চার্জ দেয়া বা একেবারেই চার্জ না দিয়ে ফেলে রাখা ফোন ব্যবহার করতে গেলেও বিস্ফোরণ হওয়া অস্বাভাবিক নয়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা আচমকা ঘটলেও বেশির ভাগ স্মার্ট ফোনই কিন্তু এমনটা হওয়ার আগে কোনো না কোনোভাবে ইঙ্গিত দেয়। প্লাস্টিক বা কোনো রাসায়নিক পোড়া গন্ধ, বা ফোন থেকে কোনো ক্ষীণ শব্দ, বা খুব অল্প সময়ের মধ্যেই চার্জারে বসানো ফোন গরম হয়ে যাওয়া ইত্যাদি দেখলে সচেতন হওয়া প্রয়োজন।

এমন দুর্ঘটনা এড়াতে যেসব বিষয় জানা প্রয়োজন-

১) ফোন যেনো হাত থেকে বার বার মাটিতে বা পানিতে পড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে।
২) ফোন রোদের মধ্যে রাখা যাবে না।
৩) ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।
৪) ফোনের ব্যাটারিতে চার্জ দেয়ার জন্য ফোনের সঙ্গে ওই সংস্থার দেয়া চার্জারই ব্যবহার করা উচিত।
৫) ব্যাটারি নষ্ট করতে পারে এমন কোনো ‘ম্যালওয়ার’ থেকে ফোন সুরক্ষিত রাখতে হবে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here