বিজ্ঞাপনের পরিমাণ কমতে থাকায় গত বছরের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে নীল টিক দেওয়ার কার্যক্রম চালু করে টুইটার। শুরুতে ২০টি দেশে হলেও সম্প্রতি বিশ্বজুড়ে এ নিয়ম চালু করা হয়েছে। আর তাই অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারে বাধ্য করতে আগামী ১ এপ্রিল থেকে অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি। অর্থাৎ, ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যুক্ত হওয়া নীল টিকগুলো অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হবে। তবে চালুর তিন মাস পরও অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপ পর্যালোচনাকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন নিয়মে নীল টিক চালু করে এখন পর্যন্ত আর্থিকভাবে খুব বেশি লাভবান হয়নি টুইটার। ফলে টুইটারের আয়ও হয়েছে বেশ কম।