অ্যান্ড্রয়েড ফোনে আঙুলের ছাপে খুলবে ইনকগনিটো মোড
ক্রোম ব্রাউজারের ইনকগনিটো বা প্রাইভেট মোড চালু করে অনলাইনে তথ্য খোঁজ করেন অনেকে। ব্রাউজারে এই মোড চালু থাকলে সার্চ ইতিহাস, কুকিজ ও ডাউনলোডের কোনো তথ্য সংগ্রহ করে না ব্রাউজার। শুধু তা-ই নয়, এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা ওয়েবসাইট থেকেও নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবার ইনকগনিটো মোডে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা চালু করেছে গুগল।
গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চাইলেই ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহার করা যাবে না। শুধু নির্দিষ্ট ব্যক্তির আঙুলের ছাপের মাধ্যমে চালু হবে ইনকগনিটো মোড। ফলে ফোনের মালিক ছাড়া অন্য কেউ ইনকগনিটো মোড ব্যবহার করতে পারবেন না। ক্রোম ব্রাউজার বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে ইনকগনিটো মোডও বন্ধ হয়ে যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
ইনকগনিটো মোড চালুর জন্য ক্রোম ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন দে ক্লোজ ক্রোম’ অপশনে ক্লিক করতে হবে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকেই ক্রোম ব্রাউজারের আইওএস সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যায়।