মুছে যাবে টুইটারের নীল টিক চিহ্ন
টুইটারের মালিক গত বছর ট্রলের শিকার হয়েছিলেন ব্যাপক হারে। টুইটার কেনার পর ভ্যারিফাইড অ্যাকাউন্টে ব্লু ব্যাজের জন্য ফি নির্ধারণ করা হয়। অর্থের বিনিময়ে এ সুযোগ মেলায় নকল অ্যাকাউন্টেও ব্লু বেজ পাওয়া সহজ হয়ে যায়। সমস্যা সমাধানে তারা মোবাইল নাম্বার ও উপযুক্ত পরিচয়পত্রের বিনিময়ে ভ্যারিফাই কার্যক্রম চালু করা হলো। নতুন করে পুরনো অ্যাকাউন্টে টিক চিহ্ন মুছে ফেলা হচ্ছে। ১ এপ্রিল থেকেই পুরনো অ্যাকাউন্টে থাকছে না ব্লু বেজ।ব্লু বেজ পুরোপুরি গায়েব হচ্ছে না। ১ এপ্রিলের পর থেকে আবার নতুন শর্ত পূরণ করে ভ্যারিফাই করতে হবে টুইটার অ্যাকাউন্ট। ব্লু বেজের ফলে টুইটার থেকে আলাদা কিছু সুবিধা পাওয়া যায় রিচের ক্ষেত্রে। তবে বারবার এমন সিদ্ধান্তে টুইটার বরাবরই ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।