কোডিং অভিজ্ঞতায় ব্যাপক পরিবর্তন আনবে গিটহাব কো-পাইলট
গিটহাব মূলত মাইক্রোসফটের সফটওয়ার ডেভেলপমেন্ট সহকারী প্লাটফর্ম। ২২ মার্চ গিটহাবে জিপিটি-৪ ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে। গিটহাব জানিয়েছে, কোপাইলট এক্স দিয়ে ডেভেলপাররা সহজেই কমেন্ট বা কোড করতে পারবে। এভাবে প্রতিটি প্রোগ্রামিং দল তাদের প্রজেক্ট ও কাজে গতি পাবেন এবং নিজস্ব ভঙ্গির ডিজাইন করতে পারবেন।কোপাইলট এক্স টুলটিতে তারা একটি চ্যাট ইন্টারফেস যুক্ত করবে যেখানে কোড এডিটর থাকবে। ডেভেলপারদের সকল সুবিধা দেয়ার নিশ্চয়তা দিতেই এমন ব্যবস্থা। এছাড়া ভিজুয়াল স্টুডিও কোডও টুলটিতে সংযুক্ত করা হয়েছে। নতুন আপডেটের পর ইন-ডেপথ বিশ্লেষণসহ ডেভেলপাররা দ্রুত কোড করার সুযোগ পাবেন।
কোপাইলট চ্যাটই ডেভেলপারের কোড চিহ্নিত করে ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। এছাড়া প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রেও টুলটি কার্যকর অবদান রাখবে বলে জানা গেছে। বিং সার্চ ইঞ্জিনে মাইক্রোসফট যেমনটা করেছে গিটহাবের ক্ষেত্রেও একই পরীক্ষা চালানো হয়েছে।
গিটহাব ইতোমধ্যে ৪৬ শতাংশ গড়ে কোড লিখে চলেছে। মাইক্রোসফট জানিয়েছে আগামী দুই বছরে টুলটি ৫৫ শতাংশ বেশি গতিতে কোড লিখতে পারবে। অভ্যন্তরীনভাবে পরীক্ষা নিরিক্ষা চলমান। কিন্তু কোপাইলট এক্স চালু হলে কোডিং অভিজ্ঞতা যে অনেক বদলে যাবে তা আর বলে দিতে হবে না।