আসছে আগামী ০২ নভেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে দি ক্রিসেন্ট জুট মিলস কোম্পানি লিমিটেড এর ক্রিসেন্ট অফিসার্স ক্লাব (বাংলো), খালিশপুর খুলনাতে হ্যামকো গ্রুপ অফিসার্স ডে – ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানকে আরো সাফল্যমন্ডিত ও উৎফুল্ল করতে হ্যামকো ফিউচার টেক একাডেমি আয়োজন করেছে এক বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠানের।

কিছু নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি ও পেয়ে যেতে পারেন বিশেষ বিশেষ আকর্ষণীয় সব পুরস্কার। সকল অফিসারবৃন্দ রেজিস্ট্রেশন এর মাধ্যমে সকল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশন এর সময়সীমা প্রতিযোগিতা শুরুর আগ পর্যন্ত।

প্রতিযোগিতার তালিকাঃ

১. ফটো কনটেস্ট প্রতিযোগিতা
২. ডার্ট বোর্ড গেমস
৩. একটানে ছবি আকা প্রতিযোগিতা
৪. প্রশ্ন ফাঁস কুইজ প্রতিযোগিতা
৫. বোতল ফ্লিপ প্রতিযোগিতা

শর্ত এবং নিয়মাবলীঃ

১. ফটো কনটেস্ট প্রতিযোগিতা

১. অবশ্যই HAMKO Future Tech Academy ফেইসবুক পেইজে লাইক দিতে হবে।

      (www.facebook.com/hamkofuturetechacademy)

২. সেলফি ব্যানারের সাথে নিজের ছবি তুলে আপনার ফেইসবুক প্রোফাইলে

HAMKO Future Tech Academy কে মেনশন করে পোস্ট পাবলিক শেয়ার করতে হবে।

৩. সর্বমোট ০৩ জন ভাগ্যবান বিজয়ী পাবেন লটারি এর মাধ্যমে আকর্ষণীয় উপহার।

৪. তারিখ থেকে শুরু হয়ে তারিখ পর্যন্ত ছবি পোস্ট করতে পারবেন।

৫. তারিখ লটারীর ফলাফল HAMKO Future Tech Academy এর ফেইসবুক পেজে লাইভে জানানো হবে।

২. ডার্ট বোর্ড গেমস

  • বোর্ডের চারপাশের নম্বর দেয়া অংশের নিচের চিকন লাল সবুজ অংশটি হল ডাবল রিং। ডাবল রিং এর উপর পয়েন্ট হবে সেই অংশ বরবার প্রদত্ত নম্বরের দ্বিগুণ। যেমনঃ ১৮ এর নিচের ডাবল রিং এ পড়লে পয়েন্ট হবে ৩৬।
  • ডাবল রিং এর নিচে সাদাকালো অংশের পয়েন্ট পুনরায় বাইরের প্রদত্ত নম্বর অনুযায়ী হবে। অর্থাৎ ৭ এর নিচে হলে ৭।
  • ডাবল রিং এর সদৃশ নিচের রিং টি হল ট্রিপল রিং । এখানে পয়েন্ট হবে প্রদত্ত নম্বরের ৩ গুণ। যেমনঃ ১৮ এর নিচের ট্রিপল রিং হবে ৫৪ ।
  • ট্রিপল রিং এর নিচে সাদাকালো অংশের পয়েন্ট পুনরায় বাইরের প্রদত্ত নম্বর অনুযায়ী হবে। অর্থাৎ ৭ এর নিচে হলে ৭।
  • কেন্দ্রের সবুজ অংশটি হল বুল আর এরপরে লাল অংশটি বুলস আই। বুল এ পরলে পয়েন্ট ২৫। আর বুলস আই এর পয়েন্ট ৫০ ।
  • ডাবল রিং এর বাইরে কোন পয়েন্ট হবে না।

সম্পূর্ণ খেলাটি ২টি রাউন্ডে ভাগ করা হয়েছে।

প্রথম রাউন্ডঃ

  • একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ বার ডার্ট ছুড়ে মারার সুযোগ পাবেন।
  • প্রতিবার পয়েন্ট যোগ করে প্রাপ্ত সর্বোচ্চ পয়েন্টের অধিকারী ৫ জন ২য় রাউন্ডের জন্য মনোনীত হবেন।
  • যদি একই পরিমাণ পয়েন্ট একের অধিক প্রতিযোগী অর্জন করে তারা ২ জনই পরবর্তী রাউন্ডে যাবার জন্য যোগ্য বলে গণ্য করা হবে।

দ্বিতীয় রাউন্ডঃ

  • এই রাউন্ডে যথারীতি প্রথম রাউন্ডের নিয়মাবলী অনুসরণ করে ১ম,২য় ও ৩য় বিজয়ী নির্ধারণ করা হবে।

[ বিঃদ্রঃ কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য করা হবে। আপনাদের সকলের একান্ত সহযোগিতা কাম্য। ]

৩. একটানে ছবি আকা প্রতিযোগিতা

১। পাশে থাকা ছবিটি দেখে, ছবিটি বোর্ডে আঁকতে হবে।
২। মার্কার দিয়ে ছবিটি আঁকতে হবে, কিন্তু বোর্ডে একবার মার্কার দিয়ে আকা শুরু করলে আর মার্কার উঠানো যাবে না। অর্থাৎ একটানে ছবিটি আঁকতে হবে। কোন দাগ/লাইন ওভার রাইট করা যাবে না।
৩। একজন ব্যক্তি একবারই এই খেলাই অংশ নিতে পারবে।
৪। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময় পাবেন।
৫। এই খেলাই সর্বোচ্চ ২০ জন বিজয়ী পুরুস্কৃত হবেন।

৪. প্রশ্ন ফাঁস কুইজ প্রতিযোগিতা

১। বুথে থাকা পাত্র এর মধ্যে থেকে একটি প্রশ্ন তুলে নিতে হবে।
২। এবার প্রশ্নটি পড়ে মুখে উত্তর দিতে হবে।
৩। সঠিক উত্তর দিতে পারলেই সাথে সাথে একটি পুরস্কার প্রদান করা হবে।
৪। একজন ব্যক্তি একবারই এই খেলাই অংশ নিতে পারবেন।
৫। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় পাবেন।
৬। এই খেলাই সর্বোচ্চ ৫০ জন বিজয়ী পুরুস্কৃত হবেন।
বিঃদ্রঃ সকল প্রশ্ন HAMKO Future Tech Academy বিষয়ে করা হবে।

৫. বোতল ফ্লিপ প্রতিযোগিতা

১। একজন ব্যাক্তি বুথে থাকা ০৩ টি বোতল ফ্লিপ করার সুযোগ পাবেন।
২। ০৩ বারের মধ্যে ০১ বার বোতল দাড় করাতে পারলেই পুরস্কার পাবেন।
৪। একজন ব্যক্তি একবারই এই খেলাই অংশ নিতে পারবেন।
৫। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় পাবেন।
৬। এই খেলাই সর্বোচ্চ ২০ জন বিজয়ী পুরুস্কৃত হবেন।

রেজিস্ট্রেশন : (নিচের লিংকে ক্লিক করুন)
Click Here for Games Registration

অথবা এখই QR কোডটি স্ক্যান করুন

এছাড়াও আপনি আমাদের রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে QR কোড স্ক্যান করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

Director Room
Production Office ABCO
Charging Unit
Battery Delivery Point
Production Office KMI
Store KMI
Lead Pot KMI

বিঃদ্রঃ রেজিস্ট্রেশন ছাড়া কেউ প্রোগ্রামের দিন কোনো খেলাই অংশগ্রহণ করতে পারবেন না, আগে থেকে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here