খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে আমাদের শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই; এই বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য প্রতিষ্ঠান নির্বাচনের জন্য যে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে:

১.  দেশসেরা প্রতিষ্ঠান। 

২.  দক্ষ ও সার্টিফাইড প্রশিক্ষক। 

৩.  বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন। 

৪.  মান সম্পন্ন প্রতিষ্ঠান নির্বাচন। 

৫.  প্রফেশনাল মানের ট্রেনিং।

৬.  আপডেটেড কোর্স মডিউল।

৭. নিজস্ব ক্যাম্পাস।

৮.  সার্বক্ষণিক সাপোর্ট।

৯.  রিয়েল লাইফ প্রজেক্ট। 

কোথায় Industrial Training করবেন?

এক কথায় যে প্রতিষ্ঠান আপনার চাওয়া পূরণ করতে পারবে। তাহলে প্রথমে আপনার চাওয়াটাই ঠিক করতে হবে। ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন Web Development এর উপর Industrial Training করবেন , প্রথমে জেনে নিন Web Developer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। আবার ধরুন আপনি Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে চান সেখানে একইভাবে জেনে নিন একজন Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। তারপর যেখানে Industrial Training করবেন তাদেরকে আপনার লিস্ট ধরায় দেন। এবং তারা আপনাকে আপনার দেওয়া list এ এক্সপার্ট বানাতে পারবে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন। আর না হলে অন্য কোনো প্রতিষ্ঠান খুজুন।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য সবথেকে ভালো ১০ টি প্রতিষ্ঠানের তালিকাঃ

HAMKO Future Tech Academy

Multipurpose Engineering & Industrial Automation

Daffodil International Professional Training Institute (DIPTI)

CSL Training

Tech Lab Bangladesh

Creative IT Institute

PeopleNTech Institute of IT 

FaboTronix

Atova Technology 

Touch & Solve Technologies Ltd 

আপনাদের প্রতিষ্ঠান কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করায় ?

জি, আমরা হ্যামকো ফিউচার টেক একাডেমিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই, এক্ষেত্রে আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি। আমরা ততক্ষন আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাবো , যতক্ষণ না আপনি চাকরির জন্য শতভাগ প্রস্তুত হবেন। আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা, দেশের সব চেয়ে যোগ্য এবং ১ ০ -১ ৫  বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা। আর আমাদের প্রত্যেকটি কোর্স থাকে রিয়েল লাইফ প্রজেক্ট করার সুযোগ। 

আপনাদের প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয়?

১. ইলেকট্রিক্যাল টেকনোলজি

২. ইলেকট্রনিক্স টেকনোলজি

৩. মেকানিক্যাল টেকনোলজি

৪. সিভিল টেকনোলজি

৫. কম্পিউটার টেকনোলজি 

৬. পাওয়ার টেকনোলজি 

আপনাদের সাথে সরাসরি কোর্সের ব্যাপারে কথা বলা যাবে?

হাঁ যাবে ! আমাদের সাথে সরাসরি ফোন এ যোগাযোগ করতে পারেন, মোবাইল: 01777782164

আর ফেসবুকেও আমাদরকে যেকোনো প্রশ্ন করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে; ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/hamkofuturetechacademy

আমাদের ঠিকানাঃ

হ্যামকো ফিউচার টেক একাডেমি

বিসিক শিল্প এরিয়া, খানজাহান আলী, শিরোমনি, খুলনা।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here