Home Technology দেশে টিকটকের বর্ষসেরা ক্রিয়েটর হলেন আয়মান সাদিক

দেশে টিকটকের বর্ষসেরা ক্রিয়েটর হলেন আয়মান সাদিক

0
115

বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক ২০২৩’। প্রতিবছর টিকটকে সেরা ভিডিও নির্মাতাদের নিয়ে করা হয় এই আয়োজন। এতে পুরস্কার বিতরণী ও সম্মাননা জানানো হয়। এবার বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইয়ার অন টিকটক’। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনজেরিন শহীদসহ দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেটর পূজা দত্ত বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে মূলত দেশের সেরা নির্মাতাদের তুলে ধরি। বিশেষ করে যাঁরা দেশের বিভিন্ন প্রাপ্তে বসে টিকটকে ভিডিও প্রকাশ করছেন এবং খুব জটিল বিষয়গুলোকে সহজে এবং বিনোদনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন।’

এ বছর ‘ইয়ার অন টিকটক’–এ ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। গত বছরের জন্য ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এ ছাড়া এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ ও স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন।

ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘স্টাইল হাট’। ফুড ক্রিয়েশনে ‘ফুডখোর’, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য ‘আমার বাংলাদেশ’ শ্রেণিতে ‘দ্য মাহিম মেইকস’, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে ‘রবিন রাফান’ পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘লাইফ ইজ মেও’ এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা রহমান।

ভোটের মাধ্যমে বছরের সেরা ভিডিও নির্মাতাদের বাছাই করা হয়েছে বলে টিকটকের পক্ষ থেকে জানানো হয়। নাচ ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here