ইউটিউবে রেস্ট্রিকটেড মোড চালু করবেন যেভাবে

0
123
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

অনলাইন বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। আর তাই বর্তমানে ছোট-বড় সবারই ভিডিও দেখার পছন্দের প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে ভালোমানের ভিডিও কনটেন্টের পাশাপাশি শিশুদের জন্য অনুপযুক্ত এবং আপত্তিকর ভিডিওও পাওয়া যায়। এর ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন অভিভাবকেরা। শিশুরাও নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারেনা। তবে ইউটিউবে রেস্ট্রিকটেড মোড চালু থাকলে অবাঞ্ছিত বা অশ্লীল কোনো ভিডিও দেখা যায় না। ফলে অভিভাবকদের অগোচরে শিশুরাও নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারে। ইউটিউবে রেস্ট্রিকটেড মোডসুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক—

রেস্ট্রিকটেড মোড চালুর জন্য স্মার্টফোনে ইউটিউব চালু করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করে পরের পেজে থাকা জেনারেল অপশনে নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করলে রেস্ট্রিকটেড মোড অপশন পাওয়া যাবে। অপশনটি চালু করলেই ইউটিউবে রেস্ট্রিকটেড মোডসুবিধা চালু হয়ে যাবে।

কম্পিউটার থেকে রেস্ট্রিকটেড মোড চালুর জন্য ইউটিউবের প্রবেশ করে প্রোফাইল আইকনে ক্লিক করলে নিচে রেস্ট্রিকটেড মোড অপশন পাওয়া যাবে। অপশনটির পাশে থাকা টগল চালু করার পর অ্যাকটিভেট  ইউটিউব রেস্ট্রিকটেড মোড নামে আরও একটি অপশন দেখা যাবে। এবার অপশনটির পাশে থাকা টগল চালু করলেই ইউটিউবে রেস্ট্রিকটেড মোডসুবিধা চালু হয়ে যাবে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here