সাইবার হামলা চালানোর জন্য বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে থাকে সাইবার অপরাধীরা। অনেকে সময় বিভিন্ন ওয়েবসাইটে ভুল তথ্য প্রচার করে ব্যবহারকারীদের বিভ্রান্তও করে থাকে তারা। ক্ষতিকর এসব ওয়েবসাইটের নাম অনেক সময় গুগলের সার্চ ফলাফলেও দেখা যায়। তবে চাইলেই গুগলের সার্চ ফলাফলে থাকা ক্ষতিকর ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ করা যায়। অভিযোগের সত্যতা পেলে ক্ষতিকর ওয়েবসাইটগুলো নিজেদের সার্চ ফলাফল থেকে মুছে ফেলে গুগল।
গুগলের সার্চ ফলাফলে থাকা ক্ষতিকর ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে এই ঠিকানায় প্রবেশ করলে ‘রিপোর্ট স্প্যাম, ফিশিং অর স্প্যাম’ নামের একটি পৃষ্ঠা দেখা যাবে। স্প্যাম ওয়েবসাইট নিয়ে অভিযোগ জানানোর জন্য ‘রিপোর্ট স্প্যাম’ বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় স্প্যাম ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা পেস্ট করতে হবে। একাধিক স্প্যাম ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ করার জন্য অ্যাড অ্যানাদার ইউআরএল অপশনে ট্যাপ করে ওয়েবসাইটগুলোর ইউআরএল পেস্ট করতে হবে। এরপর অভিযোগের কারণ নির্বাচন করে নিচে থাকা কনটিনিউ বাটনে নির্বাচনের পর সাবমিট অপশনে ক্লিক করলেই গুগলের কাছে অভিযোগ চলে যাবে।
স্প্যাম ওয়েবসাইট ছাড়াও ম্যালওয়্যারযুক্ত ও ভুয়া তথ্য ছড়ানো ওয়েবসাইটের বিরুদ্ধে একই পদ্ধতিতে অভিযোগ জানাতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য রিপোর্ট ম্যালওয়্যার বা রিপোর্ট ফিশিং বাটন ট্যাপের পর পরবর্তী পেজে নির্দিষ্ট ওয়েবসাইটের ইউআরএল বা ঠিকানা পেস্ট করতে হবে। এরপর অভিযোগ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই গুগলের কাছে ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে অভিযোগ চলে যাবে।