Home Technology ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয় এই ফোনে

৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয় এই ফোনে

0
119

দেশের বাজারে অলরাউন্ড ফাস্ট চার্জ সুবিধার ‘ইনফিনিক্স নোট ৩০ প্রো’ মডেলের নতুন ফোন এনেছে ইনফিনিক্স। নোট সিরিজের নতুন এই স্মার্টফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

এক্সওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ৬.৭ ইঞ্চি পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ মডেলের শক্তিশালী প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটির পেছনে ১০৮, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালোমানের ছবি তোলা যায়।

বাইপাস চার্জিং প্রযুক্তি থাকায় দীর্ঘসময় গেম খেললেও ফোনটি গরম হয় না। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ১০-বিট অ্যামোলেড ডিসপ্লে সুবিধার ফোনটিতে আরও রয়েছে আলট্রা-থিন বেজেল এবং ডুয়েল স্টোরিও স্পিকার। ফলে স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব।

আলট্রা পাওয়ার সিগন্যাল (ইউপিএস) প্রযুক্তির ফোনটি দুর্বল মোবাইল নেটওয়ার্কেও কাজ করে। এর ফলে মোবাইল নেটওয়ার্কে সমস্যা থাকলেও নিরবচ্ছিন্নভাবে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধা থাকায় দীর্ঘসময় ব্যবহার করা যায় ফোনটি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here