মটোরোলার সঙ্গে চুক্তি হলো সিম্ফনি মোবাইল ফোনের নির্মাতা বাংলাদেশি প্রতিষ্ঠান এডিসন গ্রুপের। এ চুক্তির আওতায় এখন থেকে মটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন তৈরির কারখানা এডিসন ইন্ডাস্ট্রিজের মাধ্যমে মুঠোফোন তৈরি করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ–সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ ও মটোরোলা ইন্ডিয়ার বিজনেস হেড হরিয়ম কুমার মিশ্র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে হরিয়ম কুমার মিশ্র বলেন, ‘মটোরোলা অনেক আগে থেকেই মুঠোফোনের ব্যবসা করে আসছে। আমরাই প্রথম ফ্লিপ ফোন উৎপাদন করি, যা ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মটোরোলা এখনো বেশ সুনামের সঙ্গে ব্যবসা করছে। এডিসন গ্রুপের সঙ্গে মিলে মটোরোলা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।’
জাকারিয়া শাহিদ অনুষ্ঠানে বলেন, মটোরোলা একটি পরিচিত ব্র্যান্ড। অনেক আগে থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ব্যবসা করছে। মানুষের মুঠোফোন ব্যবহারের ধরন পরিবর্তন হয়েছে। এখন ব্যবহারকারীদের চাহিদা বড় পর্দা, বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। মটোরোলা সব শ্রেণির মানুষের কথা চিন্তা করে মুঠোফোন বাজারে নিয়ে আসবে। এডিসন গ্রুপ বাংলাদেশে বেশ সুনামের সঙ্গে মুঠোফোনের ব্যবসা করছে। এডিসন গ্রুপ মুঠোফোন তৈরির কারখানা স্থাপন করেছে।
একই অনুষ্ঠানে মটোরোলা বাংলাদেশে তাদের নতুন দুটি স্মার্টফোন মটো ই৩২ ও মটো ই২২এস বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, ই–সিরিজ মটোরোলার সবচেয়ে সাশ্রয়ী ও সুবিধাসমৃদ্ধ স্মার্টফোন। ‘ডিজাইন মিট পারফরম্যান্স’ স্লোগান সামনে রেখে ফোন দুটি বাজারে ছাড়া হয়েছে। ফোন দুটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১২। ৬.৫ ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল পর্দা আছে ফোন দুটিতে। ২.৩ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর মিডিয়াটেক জি৩৭ ১২ ন্যানো মিটার চিপসেট আছে এসবে। ৪ জিবি ডিডিআরফোর র্যামের সঙ্গে এর তথ্যধারণ ক্ষমতা ৬৪ জিবি, যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। মটো ই৩২ ও মটো ই২২এস ফোন দুটিতে আছে যথাক্রমে ৫০ ও ১৬ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। দুটি ফোনের সামনের ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার।
ফোনগুলোয় আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিমের পাশাপাশি মেমোরি কার্ডও ব্যাবহার করা যাবে।
গতকাল থেকে এডিসন গ্রুপের (সিম্ফনি মোবাইল) সব শাখায় ফোন দুটি পাওয়া যাচ্ছে। দাম ১৫ হাজার ৯৯৯ (মটো ই৩২) ও ১৪ হাজার ৯৯৯ টাকা (মটো ই২২এস)।