পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ইনফিনিক্স হট ৩০ মডেলের নতুন ফোন এনেছে ইনফিনিক্স। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এর দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
৬.৭৮ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে ২ গিগাহার্টজ গতির হেলিও জি৮৮৮ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা। ফোনটির সামনে-পেছনে মাল্টি-ফ্রেম ওভারলে অ্যালগরিদম সুবিধার ৮ ও ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ফলে কম আলোতেও স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা শক্তিশালী প্রসেসর–সুবিধার ফোনটিতে একসঙ্গে সর্বোচ্চ ১৮টি অ্যাপ ব্যবহার করা যায়। ১০৮০ বাই ২৪৬০ পিক্সেল রেজল্যুশন–সুবিধা থাকায় ফোনটিতে ভালো মানের ছবি ও ভিডিওও দেখা যায়।