Home Technology ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং

ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং

0
138

ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং

ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে অনেক আগেই। কিন্তু ট্যাবও ফোল্ডেবল করার বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যাচ্ছিল না। তবে স্যামসাং এ বছরই আনতে চলেছে প্রথম ফোল্ডেবল ট্যাবলেট। তাদের নতুন গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের মাধ্যমেই বাজারে আসবে নতুন প্রযুক্তি।

নতুন এই ট্যাবটির নামকরণ করা হয়েছে গ্যালাক্সি জে ট্যাব মনিকার। গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের সঙ্গেই ট্যাবটি বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। অ্যাপলও এই বছর ফোল্ডেবল আইপ্যাড আনবে বলে জানিয়েছিল। কিন্তু তাদের আগেই বাজারে স্যামসাং আনতে চলেছে এই পণ্য। যদিও ট্যাবের খুঁটিনাটি কিছুই এখনো জানা যায়নি তবে ফোল্ডেবল ট্যাবলেট যে ট্যাবের জনপ্রিয়তা বাড়াবে বহুগুণে তা নিশ্চিত। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here