বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে যা অন্যতম। একটা সময় স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রথমেই দেখা হতো শুধুই ক্যামেরার ভালো-মন্দ দিকগুলো। তবে বর্তমানে সেই চর্চা পুরোটাই উল্টে গেছে। বরং মানুষ এখন খুঁজেন সেই সমস্ত স্মার্টফোন যেটি অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি দ্রুত চার্জ হতে সক্ষম।
ইতোমধ্যে স্মার্টফোনের বিভিন্ন সংস্থাগুলো ফাস্ট চার্জিং এর প্রযুক্তি লঞ্চ করতে শুরু করেছে, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নেওয়া সম্ভব হবে স্মার্টফোনকে। তবে এবার সেই সমস্ত সংস্থাকেও পেছনে ফেলে দিতে চলেছে অপো।
এ সংস্থার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, বাজারে তারা খুব দ্রুত নিয়ে আসতে চলেছে একটি ৩০০ ওয়াটের চার্জার। যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন শূন্য থেকে পঁচিশ শতাংশ চার্জ হতে পারবে। তবে নতুন এ ফাস্ট চার্জারের দাম সম্পর্কে এখনো কোনো ধারণা দেয়নি সংস্থাটি।