জনপ্রিয় শুটার গেইম ফ্রাঞ্চাইজ ‘হেলো ইনফিনিট’-এর সবচেয়ে ঘনিষ্ট গেইম নকশাবিদ জোসেফ স্টেটেন মাইক্রোসফট ছেড়ে চলে যাচ্ছেন।
গেল শুক্রবার মাইক্রোসফট থেকে তার বিদায়ের খবর নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে গেইমিং বিষয়ক সংবাদ সাইট আইজিএন। সে সময় কোম্পানিটি সাইটটিকে বলেছে, “সামগ্রিকভাবে হেলো ফ্রাঞ্চাইজ ও এক্সবক্স-এ জোসেফের অবদানে আমরা তার কাছে কৃতজ্ঞ।”
“তার নতুন রোমাঞ্চ অভিযানে আমরা তাকে শুভকামনা জানাই।”
একই দিনে এই খবর নিশ্চিত করেন স্টেটেন নিজেও।
“বন্ধুরা, আমি সত্যিই মাইক্রোসফট ছাড়ছি।” –টুইট করেন তিনি।
“এই সম্পর্কে আমি শীঘ্রই আরও তথ্য জানাবো। তবে আপাতত, আমি নতুন অভিযান শুরুর পাশাপাশি নিজের সকল এক্সবক্স সহকর্মীকে তাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।”
মার্কিন ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘বাঞ্জি’র গেইম ফ্রাঞ্চাইজ হেলো’র প্রথম তিন সংস্করণের সিনেমাটিক দৃশ্যের লেখক ও পরিচালক ছিলেন স্টেটেন। ২০১৩ সালে এই গেইমিং স্টুডিও ছেড়ে দিয়ে এর পরের বছর এক্সবক্স-এর সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে মাইক্রোসফটে যোগ দেন তিনি।
২০২০ সালে হেলো ইনফিনিট গেইমের কাজ শেষ করার উদ্দেশ্যে তিনি এক্সবক্স স্টুডিও’র অধীনস্থ গেইমিং কোম্পানি ‘৩৪৩ ইন্ডাস্ট্রিজ’-এ পাড়ি জমান। ‘৩৪৩’ ও হেলো গেইমের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েক মাস অনিশ্চয়তায় কাটানোর পর স্টেটেনের কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
জানুয়ারিতে স্টেটেনকে নিজস্ব এক্সবক্স প্রকাশনা বিভাগে পুনরায় নিয়োগ দিলেও একই সময় স্টুডিও’র ‘অন্তত’ ৯৫জন কর্মী ছাঁটাই করে কোম্পানিটি। একই মাসের শেষ নাগাদ ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে ‘ইনফিনিট’ গেইমে আগ্রহ ধরে রাখতে ব্যর্থ হওয়ায় স্টুডিওটি নতুন এক হেলো গেইম তৈরির জন্য ‘শুরু থেকে শুরু করছে’।