কম্পিউটার বিক্রি কমেছে ২৯ শতাংশ
সারা বিশ্বে পিসি বা ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ কমেছে। এ বছরের প্রথম প্রান্তিকে মোট কম্পিউটার বিক্রি হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)। নিত্যনতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবনের পাশাপাশি বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সংকটের কারণে ডেস্কটপ কম্পিউটারের বিক্রি কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।