আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক নিরাপদ তো
বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিনা মূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করেন। কেউ আবার ভ্রমণের সময় বিমানবন্দর বা রেলস্টেশনের ওয়াই-ফাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে ইচ্ছেমতো অনলাইনে ঢুঁ মারেন। বিনা মূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্ক সবার জন্য উন্মুক্ত থাকায় নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী হয় না। ফলে ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা থাকে। তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে বিনা মূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় নিরাপদ থাকা যায়।