কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশ নেওয়ার সময় বাড়ল
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আয়োজিত চতুর্থ কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়ার সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। জাভা প্রোগ্রামসহ গণিত ও সমস্যা সমাধানে দক্ষ শিক্ষার্থীরা তিন থেকে পাঁচজনের দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করছে স্টিমএক্স-৩৬৫ ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিযোগিতার সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ মূলত একটি শিক্ষামূলক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতায় এ প্রতিযোগিতার করে থাকে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এই চ্যালেঞ্জে অংশ নেওয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সমস্যা সমাধানের জন্য ফ্রি-ফ্লাইং রোবট (অ্যাস্ট্রোবি এবং ইন-বল) নিয়ন্ত্রণ করতে হয়।
প্রতিযোগিতায় নিবন্ধনের পর আগামী ২৫ জুনের মধ্যে নিজেদের তৈরি প্রোগ্রাম জমা দিতে হবে শিক্ষার্থীদের। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত হবে প্রিলিমিনারি রাউন্ড। অক্টোবরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিতে এরই মধ্যে একটি সিমুলেটর উন্মুক্ত করা হয়েছে। নিবন্ধন করা যেকোনো শিক্ষার্থী সিমুলেটরটি ব্যবহার করে প্রতিযোগিতার বিভিন্ন খুঁটিনাটি দিক সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন। https://tinyurl.com/KRPC4RE ঠিকানায় প্রবেশ করে প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে।