Home Technology বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে মেটা

বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে মেটা

0
161

বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে মেটা

পণ্য ও সেবার প্রচারণায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেন অনেকেই। এ জন্য বিজ্ঞাপনের নকশাও তৈরি করেন তারা। কিন্তু ভালোমানের বিজ্ঞাপনের নকশা তৈরি করা সহজ নয়। ফলে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। তবে চিন্তার কিছু নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভালোমানের বিজ্ঞাপন তৈরির সুযোগ দেবে মেটা। এ জন্য কাজও শুরু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেছেন, বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুল আনতে কাজ করছে মেটা। টুলটির মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই ভালোমানের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা বিজ্ঞাপনও তৈরি করা যাবে। চলতি বছরেই টুলটি উন্মুক্ত করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here