টুইটারে ব্লু ব্যাজ নিয়ে নতুন পদক্ষেপ
টুইটারের ব্লু ব্যাজ (নীল টিক) নিয়ে একের পর এক নতুন ঘোষণা দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতোমধ্যে বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়েছে নীল টিকসংবলিত ব্লু সাবস্ক্রিপশন। এখন টিকটকের ব্লু সাবস্ক্রিপশন অ্যান্ড্রয়েড ডিভাইস ও উইন্ডোজে কেনা যাচ্ছে ৮ ডলারে।
আর অ্যাপল ডিভাইসের জন্য মাসিক খরচ করতে হবে ১১ ডলার। ব্লু ব্যাজধারীরা এখন চার হাজার শব্দের টুইট করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য চালু হয়েছে গোল্ড ব্যাজ এবং বিশেষায়িত গ্রে ব্যাজ।
এদিকে মাস্ক ঘোষণা করেছেন, আগামী ১৫ এপ্রিল থেকে টুইটার পোলে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা ভোট দিতে পারবেন। বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক নীতিমালাবিষয়ক জরিপে শুধু ব্লু ব্যাজধারীরা ভোট দিতে পারবেন।