টুইটারে সোনালি টিকও পাওয়া যাবে
বিজ্ঞাপনের পরিমাণ কমতে থাকায় গত বছরের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে নীল টিক দেওয়ার কার্যক্রম চালু করে টুইটার। এবার বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অন্যদের কাছে নিশ্চিত করতে সোনালি টিক সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ‘ভেরিফায়েড অর্গানাইজেশন’ নামের এ সুবিধা চালুর জন্য প্রতি মাসে এক হাজার ডলার খরচ হবে।