অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ত্রুটি, নিরাপত্তাঝুঁকিতে কোটি কোটি ব্যবহারকারী
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সরকারি সংস্থাটির দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মোট ৫৩টি নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। আর তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উচ্চ নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে সংস্থাটি।
জানা গেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, গুগল প্লের আপডেট পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্যবহারকারীদের ফোন বা ট্যাবলেট কম্পিউটারে ক্ষতিকর কোড যোগ করে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) নামের সাইবার হামলা চালানো যায়
অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল এবং ১৩ অপারেটিং সিস্টেমে এ ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহারের পরামর্শ দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।