ডিজিটাল হচ্ছে বড় শহরগুলোর ক্যাবল অপারেটর সিস্টেম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জুন মাসের মধ্যে দেশের বড় শহরগুলোতে ক্যাবল অপারেটর সিস্টেমকে ডিজিটালাইজড করা হবে বলে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল করতে পারলে সবাই উপকৃত হবেন। এতে টেলিভিশন উপকৃত হবে। ক্লিড ফিড বাস্তবায়ন করাতে টিভিগুলো উপকৃত হয়েছে। আইন বহির্ভূতভাবে যে কাজ হচ্ছে সেগুলো বন্ধ করা হবে।
মন্ত্রী জানান, ওটিটির নীতিমালা তৈরি হচ্ছে। রোজার মধ্যে হয়ে যাবে। সবাই যেন সেটটপ বক্স কিনতে পারে, এজন্য দাম সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানান তথ্যমন্ত্রী।জানা গেছে, দেশে প্রায় সাড়ে চার কোটি টেলিভিশন গ্রাহক আছে। এখান থেকে ক্যাবল অপারেটররা প্রচুর আয় করে। কিন্তু সরকারের খাতায় ট্যাক্স-ভ্যাট জমা হচ্ছে খুব কম। ডিজিটাল পদ্ধতি হলে এই ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সরকার এই খাতে ক্যাবল অপারেটরদের কাছ থেকে বছরে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা ভ্যাট পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা