ক্রোমের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার
গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনল গুগল। ব্যবহারকারীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ নামে একটি নিরাপত্তাসুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে। প্রতিনিয়তই বাড়ছে প্রযুক্তির ব্যবহার, সেই সঙ্গে বাড়ছে ফিশিং, ম্যালওয়্যার এবং হ্যাকারদের তৎপরতা। যে কারণে প্রযুক্তি সাইটও তাদের প্লাটফর্মগুলোতে নিরাপত্তা বাড়াচ্ছে। যেন ব্যবহারকারীরা ফিশিং, ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে পারে। গুগলের ক্রোম ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার আরও নিরাপদ করতেই এই ফিচার নিয়ে এসেছে। এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারী সন্দেহজনক বা বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ করলেই সতর্ক করে ক্রোম ব্রাউজার। এমনকি বিভিন্ন ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ থেকেও ব্যবহারকারীকে রক্ষা করে।
এই ব্রাউজিং চালু থাকলে যে কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেটি নিরাপদ কি না, তা যাচাই করবে গুগল ক্রোম। সেই সঙ্গে উন্নত সার্চ ফলাফল দেখানোর জন্য ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা সার্চ ইতিহাস, ওয়েবসাইটের ঠিকানা, ডাউনলোড করা তথ্য, ব্রাউজার এক্সটেনশনসহ বিভিন্ন তথ্য সাইবার অপরাধীদের কাছ থেকে নিরাপদ রাখে। আর তাই ক্রোম ব্রাউজারে এনহ্যান্সড সেফ ব্রাউজিং সুবিধা ব্যবহার করলে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে। যেভাবে এই ফিচার ব্যবহার করবেন- প্রথমত, আপনার গুগল অ্যাকাউন্টে যান। দ্বিতীয়ত, বাম দিকে থাকা সিকিউরিটি অপশন নির্বাচন করুন। তৃতীয়ত, ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট’ স্ক্রোল করুন। চতুর্থত, এবার সিলেক্ট করুন ‘ম্যানেজ এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ অপশন। পঞ্চমত, এবার এটিকে চালু করুন।