ক্যানভার নতুন আপডেট
ওয়েব বেজড ডিজাইন প্লাটফর্ম হিসেবে ক্যানভার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। এডোব ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো জটিল না হওয়ায় যে কেউই এই প্লাটফর্ম ব্যবহার করে চোখ ধাঁধানো ডিজাইন তৈরি করতে পারেন। এজন্য হার্ডওয়ার কম্প্যাটিবিলিটিও এত বেশি প্রয়োজন হয় না। সম্প্রতি ক্যানভা তাদের ক্রিয়েট ক্যানভা ইভেন্টের মাধ্যমে নতুন আপডেটের ঘোষণা দিয়েছে।
নতুন এই আপডেটের ফলে ক্যানভাতে প্রফেশনাল পর্যায়ের ডিজাইন করা কঠিন কিছুই নয়। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টার, ব্যানার বানানোর জন্য নতুন আইকন, এলিমেন্ট যোগ করা হয়েছে। ক্যানভাতে নতুন ব্র্যান্ড হাব যুক্ত করা হয়েছে যেখানে অসংখ্য নতুন টুল পাওয়া যাবে। এসব টুল ব্যবহার করা কঠিন হবে না এবং লোগো, ফন্ট, কালার এবং ডিজাইন গাইডলাইনও দেওয়া থাকবে। অতীতে ক্লাউড বেজড সার্ভিস হওয়ায় নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থাকলেও এখন আর থাকছে না। ক্যানভাই নিজস্ব ক্লাউড সার্ভিস যুক্ত হচ্ছে। তাছাড়া ক্যানভাতে ম্যাজিক রিপ্লেস টুল নামে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনার ছবি আরও আকর্ষনীয় করে নিতে পারবেন। এছাড়া আছে ম্যাজিক ইরেজার টুল ও ম্যাজিক এডিট টুল। জেনারেটিস এআই-এর ব্যবহার থাকায়ও ক্যানভা ডিজাইনারদের আকর্ষিত করছে।সবমিলিয়ে এডোব ফটোশপ ব্যবহারকারীরাও ক্যানভাতে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্যানভার ভিজুয়াল ওয়ারকস্যুট সত্যিই নাড়া দিয়ে চলেছে।