চ্যাটজিপিটির ফরমুলায়িক অ্যাকাডেমিক টেক্সট সহজেই হবে শনাক্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল দিয়ে সহজেই বোঝা যাবে কারা চ্যাটজিপিটি দিয়ে অ্যাকাডেমিক লেখা লিখেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্যই জানা গেছে।
চ্যাটজিপিটি মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ ম্যাশিনের মাধ্যমে লেখা প্রস্তুত করে। তাই অনেকেরই আশঙ্কা ছিল গবেষণা কিংবা শিক্ষাক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অনেক কিছু করা হয়ে যাবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল ব্যবহার করলে তা শনাক্ত করা যাবে,প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার কটন জানান, ‘জটিল গঠনের হলেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয়ের জন্য নানা সমস্যা তৈরি করেছে। তারপরও এটি দিয়ে কিছু সামান্য অ্যাকাডেমিক সুবিধাই আদায় করা যাবে। বেশি কিছু করা যাবে না।’