হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা পরিবর্তন করলে প্রাপক জানবেন
পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ দিতে দীর্ঘদিন ধরে ‘এডিট মেসেজ’ সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে নিজেদের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে অ্যাপটি। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনা করা যাবে। শুধু তা–ই নয়, বার্তা সম্পাদনা করলে প্রাপককে সতর্কও করবে হোয়াটসঅ্যাপ। ফলে প্রাপক জানতে পারবেন, পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।এডিট মেসেজ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পাঠানো যেকোনো বার্তার তথ্য পরিবর্তনের পাশাপাশি বানান ঠিক করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান সুবিধার মাধ্যমে পুরো বার্তা মুছে ফেলে নতুন করে বার্তা পাঠাতে হবে না।বর্তমানে মনের ভুলে কোনো বার্তা পাঠালে সেটি ফেরত আনা যায় হোয়াটসঅ্যাপে। প্রাপকও জানতে পারেন, আপনি বার্তাটি ফেরত এনেছেন। ঠিক একই পদ্ধতিতে পাঠানো বার্তা সম্পাদনা করলে প্রাপক বিষয়টি জানতে পারবেন। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধা ব্যবহার করা যাবে।