হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ভিডিও কলে সর্বোচ্চ আটজন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন ‘ডেস্কটপ ক্লায়েন্ট’ চালু করেছে হোয়াটসঅ্যাপ। আর এর বিভিন্ন ফিচারকে মোবাইল সংস্করণের ‘প্রতিরূপ’ হিসাবে আখ্যা দিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটি। মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, নতুন এ অ্যাপ ব্যবহারকারীদের ভিডিও কলে সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী যুক্ত করার সুবিধা দেবে।
আর অডিও কলের বেলায় এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২। হোয়াটসঅ্যাপ বলছে, ভবিষ্যতে তারা এ সংখ্যা বাড়িয়ে এর চেয়েও বড় কল পরিচালনার সুযোগ দেবে।
নতুন ক্লায়েন্টের উন্নত কলিং ফিচারের ঘোষণা দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক কিছু আপগ্রেড নিয়েও কাজ করেছে কোম্পানিটি। এর মেসেঞ্জার আপডেটে একাধিক ডিভাইস যুক্ত করার সুবিধা এসেছে। ফলে, এতে তুলনামূলক সহজ ও দ্রুত উপায়ে বিভিন্ন নতুন ডিভাইস ব্যবহারকারীর অ্যাকাউন্টে যোগ করা যাবে।