ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘ডব্লিউওও কমার্স পেমেন্টস’ প্লাগইনে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেসে তৈরি যেকোনো ই-কমার্স ওয়েবসাইট দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত প্লাগইনের ত্রুটি দূর করে নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে ডব্লিউওও কমার্স। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা থাকায় প্লাগইনটি ব্যবহার করা ওয়েবসাইটগুলোতে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ ইনস্টল করে দিয়েছে ওয়ার্ডপ্রেস। ফলে সাইবার হামলা থেকে রক্ষা পেয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হাজারো ই-কমার্স ওয়েবসাইট।
জানা গেছে, ‘ডব্লিউওও কমার্স পেমেন্টস’ প্লাগইনটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ই-কমার্স ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই প্লাগইন দিয়ে আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করে থাকে ই-কমার্স ওয়েবসাইটগুলো। ফলে গুরুত্বপূর্ণ এ প্লাগইনের ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ না করলে বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি হাজারো ই-কমার্স ওয়েবসাইট নিরাপত্তাঝুঁকির মুখে পড়ত।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গোল্ডনেটওয়ার্কের একদল গবেষক ‘ডব্লিউওও কমার্স পেমেন্টস’ প্লাগইনে থাকা এ ত্রুটি প্রথম শনাক্ত করেন। বিষয়টি জানার পর দ্রুত নিরাপত্তা ত্রুটির সমাধান করে নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে ডব্লিউওও কমার্স। এরপরই দ্রুত হালনাগাদ সংস্করণটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবসাইটে যুক্ত করে ওয়ার্ডপ্রেস।
এ বিষয়ে ডব্লিউওও কমার্সের প্রকৌশল বিভাগের প্রধান বিউ লেবেনস জানিয়েছেন, ডব্লিউওও কমার্স পেমেন্টসের ৪.৮ থেকে ৪.৬. ১ সংস্করণে কারিগরি ত্রুটি শনাক্তের পর দ্রুত সমাধান করায় কোনো ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়নি।
সূত্র: টেকরাডার ডটকম