স্ন্যাপচ্যাটে এলো ফ্যামিলি কন্ট্রোল অপশন
স্ন্যাপচ্যাট সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আজকাল শিশুরাও এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছু কন্টেন্ট তাদের বয়সের উপযোগী নয় অবশ্যই। সেগুলো লুকিয়ে ফেলতে পারলে অন্তত ঝামেলা হওয়ার কথা না। সে কথা ভেবেছে স্ন্যাপচ্যাটও।
সম্প্রতি স্ন্যাপচ্যাটে ফ্যামিলি কন্ট্রোল নামে একটি ফিচার যুক্ত হয়েছে। এই অপশন ব্যবহার করে আপনার সন্তান কি কি কনটেন্ট দেখতে পারবে আর কি কি পারবে না তার নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। সেজন্য আপনায় বেশি কিছু করতে হবে না।
সন্তানের সঙ্গে ফ্যামিলি সেন্টার একটি অ্যাকাউন্ট খুলে নিন। ওই অ্যাকাউন্টে রেস্ট্রিক্ট সেনসিটিভ কনটেন্ট অপশনে গিয়ে আপনার সন্তান যে যে কন্টেন্ট দেখবে না তা বাছাই করে নিন। এবার আপনার সন্তানের অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট আসবে না। তাই সন্তান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলেও অন্তত বাজে প্রভাব তার ওপর পড়বে না এটুকু নিশ্চিতভাবে বলা যায়।