খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

আজ বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব

আজ ২০ মার্চ, সোমবার অনুষ্ঠিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। সকাল ৮টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। শেষ হবে বিকেল ৪.৩০টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে।

উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। আর কুইজ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে দুটি ক্যাটাগরিতে। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে রয়েছে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে ৯ম-১০ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু আঞ্চলিক পর্বের বিজয়ীরা এতে অংশ নিচ্ছে।

দেশব্যাপী আঞ্চলিক পর্বে প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ী ৭০টি দল অংশ নিচ্ছে জাতীয় পর্বে। পাশাপাশি কুইজে দুই ক্যাটাগরিতে অংশ নিচ্ছে প্রায় ১৫০ শিক্ষার্থী। এ পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, বইসহ আরও অনেক পুরস্কার।

এ ছাড়া দিনব্যাপী রয়েছে রোবট প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, পাপেট শো, প্রশ্নোত্তর পর্ব, তারকাকথন, সাংস্কৃতিক পর্বসহ আরও অনেক আয়োজন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী যে কেউ উৎসব পরিদর্শনের পাশাপাশি অংশ নিতে পারবে বিশেষ কুইজ, রুবিকস কিউব প্রতিযোগিতা ও সুডোকু প্রতিযোগিতায়। এ পর্বের বিজয়ীদের জন্যেও রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যে দেশব্যাপী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশালের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় পর্বের মাধ্যমে শেষ হচ্ছে এবারের আয়োজন। দেশের সর্ববৃহৎ মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এ আয়োজন করছে।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here